kalerkantho

সোমবার । ১৮ শ্রাবণ ১৪২৮। ২ আগস্ট ২০২১। ২২ জিলহজ ১৪৪২

প্রযুক্তির সহায়তায় হাতে তৈরি পণ্যেও নগদ সহায়তা

নিজস্ব প্রতিবেদক   

১৮ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেএখন থেকে হোগলা, খড়, আখের, নারিকেলের ছোবড়া, গাছের পাতা বা খোল, গার্মেন্টসের ঝুট কাপড় ইত্যাদি পণ্য উৎপাদনে হাতের ব্যবহারের পাশাপাশি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উৎপাদিত পণ্য রপ্তানিতেও নগদ সহায়তা মিলবে। এই সুবিধা আগে ছিল না। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এসংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। তবে এর জন্য কিছু শর্ত পরিপালন করতে হবে। এগুলো হলো উৎপাদন কার্যক্রমে আধুনিক প্রযুক্তি সংবলিত যন্ত্রপাতি ব্যবহারের ক্ষেত্রে উপযুক্ত কায়িক শ্রমের প্রত্যক্ষ সম্পৃক্ততা থাকতে হবে। জাহাজীকরণের ক্ষেত্রে আজ থেকেই এই নির্দেশনা প্রযোজ্য হবে।সাতদিনের সেরা