kalerkantho

শুক্রবার । ১৫ শ্রাবণ ১৪২৮। ৩০ জুলাই ২০২১। ১৯ জিলহজ ১৪৪২

তিন হাসপাতালকে সুরক্ষাসামগ্রী দিল কেভিনকেয়ার

বাণিজ্য ডেস্ক   

১৫ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচলমান বৈশ্বিক মহামারি কভিড-১৯-এর প্রভাব মোকাবেলায় এফএমসিজি পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান কেভিনকেয়ার বাংলাদেশ প্রাইভেট লিমিটেড রাজধানীর তিনটি হাসপাতালকে সুরক্ষাসামগ্রী দিয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল (এনআইডিসিএইচ) এবং ন্যাশনাল ইনস্টিটিউশন অব ক্যান্সার রিসার্চ হাসপাতালকে অনুদান হিসেবে দিয়েছে। এনআইসিআরএইচ-এর ডিরেক্টর অধ্যাপক ডা. কাজী মুসতাক হোসাইনের হাতে সুরক্ষাসামগ্রী তুলে দেন কেভিনকেয়ার বাংলাদেশ-এর ব্র্যান্ড ম্যানেজার সুমাইয়া আহমেদ।  কেভিনকেয়ার বাংলাদেশ-এর বিজনেস হেড অরুণ চাকো বলেন, ‘কেভিনকেয়ার সর্বদাই দেশের জনগণের সাহায্যে সচেষ্ট এবং এই অনুদান তারই একটি প্রয়াস।’সাতদিনের সেরা