kalerkantho

শনিবার । ৯ শ্রাবণ ১৪২৮। ২৪ জুলাই ২০২১। ১৩ জিলহজ ১৪৪২

‘সেরা ইনভেস্টমেন্ট ব্যাংক’ আইডিএলসি

বাণিজ্য ডেস্ক   

১৪ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেডকে ২০২১ সালের ফিন্যান্স এশিয়া কান্ট্রি অ্যাওয়ার্ডে বাংলাদেশের সেরা ইনভেস্টমেন্ট ব্যাংক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। আইডিএলসি ইনভেস্টমেন্টস দুই দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের পুঁজিবাজারে কাজ করছে।

কভিড-১৯ পরিস্থিতিতেও আইডিএলসি ইনভেস্টমেন্টসের জন্য ২০২০ ছিল একটি সাফল্যমণ্ডিত বছর। ২০২০ সালে আইডিএলসি বাংলাদেশের সর্ববৃহৎ আইপিওর ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করেছে। নির্মাণ প্রকৌশল খাতে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত একমাত্র কম্পানিরও ইস্যু ম্যানেজার ছিল আইডিএলসি। বিদ্যুৎ খাতের দুটি কম্পানির একীভূতকরণের লেনদেনেও আইডিএলসি ২০২০ সালে কাজ করেছে। আইডিএলসি ইনভেস্টমেন্টসের ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুজ্জামান বলেন, ‘আমাদের সময়োপযোগী উদ্যোগ, কর্মক্ষেত্রে সফলতা এবং এর সঙ্গে সর্বোত্তম রীতিনীতি অনুশীলনের উদাহরণগুলো বারবার স্থানীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে স্বীকৃত হয়েছে। ফিন্যান্স এশিয়া পুরস্কার এর আরেকটি প্রমাণ।’