kalerkantho

শনিবার । ৯ শ্রাবণ ১৪২৮। ২৪ জুলাই ২০২১। ১৩ জিলহজ ১৪৪২

বিশ্বে প্লাস্টিক উৎপাদন কমেছে

বাণিজ্য ডেস্ক   

১৪ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটে



বিশ্বে প্লাস্টিক উৎপাদন কমেছে

করোনা মহামারির কারণে ২০২০ সালে বিশ্বে প্লাস্টিক উৎপাদন কমেছে। এর ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তৃতীয়বারের মতো প্লাস্টিক উৎপাদন হ্রাস পেল। এর আগে বিশ্বে দুইবার প্লাস্টিক উৎপাদন কমে। তেল সংকটের কারণে ১৯৭৩ সালে এবং অর্থনৈতিক সংকটে ২০০৮ সালে। শিল্পসংশ্লিষ্ট সংগঠন প্লাস্টিকসইউরোপের তথ্য অনুযায়ী গত বছর বিশ্বজুড়ে প্লাস্টিক উৎপাদন কমে হয়েছে ৩৬৭ মিলিয়ন টন। যেখানে ২০১৯ সালে উৎপাদন হয় ৩৬৮ মিলিয়ন টন। আগের বছরের চেয়ে কমেছে ০.৩ শতাংশ। বিবৃতিতে সংগঠনটি জানায়, প্লাস্টিক উৎপাদন কমার কারণ বিশ্ব অর্থনীতিতে করোনার প্রভাব। তবে বিশ্বের সবচেয়ে বড় প্লাস্টিক উৎপাদনকারী দেশ চীনে উৎপাদন কমেনি বরং গত বছর বেড়েছে ১.০ শতাংশ। বিশ্বের এক-তৃতীয়াংশ প্লাস্টিক উৎপাদন করে দ্বিতীয়বৃহৎ অর্থনৈতিক দেশটি।

প্লাস্টিকসইউরোপ জানায়, ইউরোপে গত বছর প্লাস্টিক উৎপাদন ৫.১ শতাংশ কমে হয়েছে ৫৫ মিলিয়ন টন। এই শিল্পের সবচেয়ে বড় ক্রেতা খাত অটোমোবাইল। ২০২০ সালে এই খাতে প্লাস্টিকের ব্যবহার কমেছে ১৮ শতাংশ। ২৭ দেশের সংস্থা ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বর্তমানে বিশ্বের ১৫ শতাংশ প্লাস্টিক উৎপাদন করে, যা ২০১০ সালে ছিল ২১ শতাংশ। যুক্তরাষ্ট্র বিশ্বের ১৯ শতাংশ প্লাস্টিক উৎপাদন করে। ১০ বছর আগে যা ছিল ২০ শতাংশ। এএফপি।