kalerkantho

বুধবার । ২ আষাঢ় ১৪২৮। ১৬ জুন ২০২১। ৪ জিলকদ ১৪৪২

বিসিআইয়ের সংবাদ সম্মেলন

নতুন উদ্যোক্তাদের পুুঁজির উৎস না খোঁজার আহবান

নিজস্ব প্রতিবেদক   

১১ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেনতুন উদ্যোক্তাদের পুুঁজির উৎস না খোঁজার আহবান

আনোয়ার উল আলম, সভাপতি, বিসিআই

প্রস্তাবিত বাজেট দেশীয় শিল্প ও বেসরকারি খাত সহায়ক। তাই কর্মসংস্থান বাড়বে বলে মনে করে দেশের শিল্প খাতের প্রতিনিধিত্বকারী একমাত্র জাতীয় সংগঠন বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)। একই সঙ্গে দেশের ব্যবসা এগিয়ে নিতে নতুন উদ্যোক্তাদের পুঁজির উৎস না খোঁজার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে বিসিআই কার্যালয়ে ‘প্রস্তাবিত জাতীয় বাজেট ২০২১-২২’-এর ওপর আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ এসব কথা বলেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিসিআই সহসভাপতি প্রীতি চক্রবর্তী, পরিচালক যশোদা জীবন দেবনাথ, জাহাঙ্গীর আলম, আবুল কালাম ভূইয়া, জিয়া হায়দার প্রমুখ। আলোচনায় বিসিআই সভাপতি নতুন এবং কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) উদ্যোক্তাদের ব্যবসার শুরুতে দুই কোটি টাকা পর্যন্ত মূলধনের উৎস না খুঁজে প্রাথমিক মূলধন হিসেবে বিবেচনায় নেওয়ার প্রস্তাব করেন। তিনি বলেন, ‘ব্যবসার শুরুতে অনেকে নিকটআত্মীয় এবং বন্ধুদের কাছ থেকে ধার নিয়ে ব্যবস্যা শুরু করেন। এ সময় প্রকৃত অর্থে আইনি কোনো উৎস তাঁরা দেখাতে পারেন না। ফলে উদ্যোক্তারা ব্যবসায় এসেই প্রথমে যে আইনি জটিলতায় পড়ে যান, একসময় এই জটিলতা থেকে বের হয়ে আসতে তাঁর ব্যবসা দুর্বল হয়ে পড়ে। এভাবে একসময় হারিয়ে যান।’ ফলে একজন উদ্যোক্তার পাশাপাশি দেশের কর্মসংস্থানও গতি হারায় বলে তিনি মনে করেন। এসব উদ্যোক্তার প্রণোদনা সহায়ক নীতি সহায়তার আওতায় আনার পরামর্শ দেন আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ।