kalerkantho

বৃহস্পতিবার । ১৪ শ্রাবণ ১৪২৮। ২৯ জুলাই ২০২১। ১৮ জিলহজ ১৪৪২

১৫ দিনেই অর্ধেক টাকা ফেরত দিতে হবে সানলাইফকে

নিজস্ব প্রতিবেদক   

২ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে১৫ দিনেই অর্ধেক টাকা ফেরত দিতে হবে সানলাইফকে

সানলাইফ ইনস্যুরেন্স বীমা খাতে নানা রকম অনিয়ম করছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে বীমা দাবি পরিশোধ করছে না। ফলে গ্রাহক টাকার জন্য হন্যে হয়ে ঘুরছে। এ জন্য গতকাল আইডিআরএর চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন সানলাইফ ইনস্যুরেন্স কম্পানির মুখ্য নির্বাহীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের ডেকে আগামী ১৫ দিনের মধ্যে সানলাইফ ইনস্যুরেন্সের সারা দেশের বীমা গ্রাহকদের পাওনার অর্ধেক টাকা পরিশোধের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে আগামী ১৬ জুনের মধ্যে বীমা গ্রাহকদের টাকা পরিশোধের অগ্রগতির বিষয়ে জানানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। দাবি পরিশোধ সন্তোষজনক না হলে পরবর্তী সময়ে বীমা কম্পানিটির বিরুদ্ধে প্রশাসক নিয়োগসহ কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ার করেছে বীমা খাতের এই নিয়ন্ত্রক সংস্থা।

গণমাধ্যমে সানলাইফ ইনস্যুরেন্সের বীমা দাবির টাকা পরিশোধ না করাসহ কম্পানিটির চেয়ারম্যান ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারির বিষয়ে সংবাদ প্রকাশের জেরে গতকাল মঙ্গলবার কম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তাসহ ঊর্ধ্বতনদের ডেকে পাঠায় বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। আইডিআরএর তথ্য অনুযায়ী সারা দেশে ৩০ কোটি টাকা পাওনা রয়েছে সানলাইফ ইনস্যুরেন্স কম্পানির কাছে।সাতদিনের সেরা