kalerkantho

মঙ্গলবার । ৮ আষাঢ় ১৪২৮। ২২ জুন ২০২১। ১০ জিলকদ ১৪৪২

বিপিসির নতুন চেয়ারম্যান এ বি এম আজাদ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

১৯ মে, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবিপিসির নতুন চেয়ারম্যান এ বি এম আজাদ

চট্টগ্রামের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) এ বি এম আজাদকে সচিব পদে পদোন্নতির পর বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান পদে পদায়ন করা হয়েছে। আর বিপিসির চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিককে সেতু বিভাগের সচিব পদে বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এদিকে চট্টগ্রামের নতুন বিভাগীয় কমিশনার পদে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত সচিব কামরুল হাসান। তিনি ময়মনসিংহের বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ বি এম আজাদ ২০১২ সালে বিপিসির সচিব এবং পরবর্তী সময়ে পরিচালক (অর্থ) এর দায়িত্ব পালন করেছিলেন।