kalerkantho

বৃহস্পতিবার । ১০ আষাঢ় ১৪২৮। ২৪ জুন ২০২১। ১২ জিলকদ ১৪৪২

এফবিসিসিআই সভাপতিকে সংবর্ধনা

নোয়াখালী প্রতিনিধি   

১৮ মে, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেএফবিসিসিআই সভাপতিকে সংবর্ধনা

দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের নবনির্বাচিত সভাপতি মো. জসিম উদ্দিন ও পরিচালক লায়ন জাহাঙ্গীর আলম মানিককে নোয়াখালীর নিজ উপজেলা সেনবাগে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল সোমবার সেনবাগের বীরবিক্রম শহীদ তরীক উল্লাহ ফাউন্ডেশন তাঁদের এই সংবর্ধনা দেয়। লায়ন জাহাঙ্গীর আলম মানিকের সেনবাগের শায়েস্তানগর গ্রামের বাড়িতে ওই সংবর্ধনা দেওয়া হয়।

এ সময় বীরবিক্রম শহীদ তরীক উল্লাহ ফাউন্ডেশন ছাড়াও সেনবাগ প্রেস ক্লাব, সেনবাগ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন সামাজিক সংগঠন ক্রেস্ট ও ফুল দিয়ে দুজনকে বরণ করে।

উপস্থিত ছিলেন সংসদ সদস্য বেঙ্গল গ্রুপ ও আরটিভির চেয়ারম্যান মোরশেদ আলম। সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম মজুমদার, সহকারী কমিশনার (ভূমি) ক্ষেমালিকা চাকমা, সেনবাগ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সেনবাগ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. গোলাম কবির, সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাবেক সেক্রেটারি বাহার উল্লাহ বাহার।সাতদিনের সেরা