kalerkantho

রবিবার । ৬ আষাঢ় ১৪২৮। ২০ জুন ২০২১। ৮ জিলকদ ১৪৪২

স্বস্তিতে রাজশাহীর ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী   

১২ মে, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেস্বস্তিতে রাজশাহীর ব্যবসায়ীরা

করোনার থাবায় রাজশাহীর কাপড় ব্যবসায়ীদের মাথায় হাত পড়েছিল রমজানের শুরুতে। তিন-চার দিন আগেও একই অবস্থা বিরাজমান ছিল। তবে দুই দিন ধরে এই ঘোর অনেকটাই কাটতে শুরু করেছে। করোনা আতঙ্ক নিয়েই মানুষ কাপড়ের বাজারমুখী হচ্ছে। এতে করে রাজশাহীর কাপড় বাজারে বেড়েছে ভিড়। এদিকে রাজশাহীর ঐতিহ্যবাহী সিল্ক কাপড়ের শোরুমগুলোতেও বেচাকেনা কিছুটা বেড়েছে। দুই দিন ধরে ক্রেতা কিছুটা বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা।

রাজশাহী নগরীর সাহেববাজার কাপড়পট্টিতে গিয়ে দেখা যায়, বেশির ভাগ দোকানেই ক্রেতাদের ভিড়। ভূইয়া ক্লথ স্টোরের মালিক ইমরান আলী ভূইয়া বলেন, ‘ক্রেতা কিছুটা বেড়েছে। যাঁরা আসছেন, তাঁরা এখনো কিনছেন কম, তবে বেচাকেনা বেড়েছে। কেউ কেউ এখনো ঘুরে দেখছেন। তার পরেও আমরা খুশি যে ক্রেতারা আসতে পারছে বাজারে। ঈদের বাজারে ক্রেতা না থাকলে ব্যবসা হবে না। ক্রেতা আসছে ব্যবসাও বাড়ছে। গত বছর তো আমরা ব্যবসা করতেই পারিনি। এ বছরও রমজানের অর্ধেকটা সময় কেটে গেছে লকডাউনে। এখন দোকানপাট খুলে দেওয়ায় কিছুটা ব্যবসা হচ্ছে। তাতে কর্মচারীদের অন্তত বেতনটা দেওয়া যাবে।’