kalerkantho

শনিবার । ৫ আষাঢ় ১৪২৮। ১৯ জুন ২০২১। ৭ জিলকদ ১৪৪২

অগ্রগতি অব্যাহত রেখেছে সেরাই

বাণিজ্য ডেস্ক   

১০ মে, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেএইচএসবিসির অধীন ডিজিটাল বিটুবি প্ল্যাটফর্ম সেরাই (SERAI) পোশাক খাতের জন্য বৈশ্বিক বাণিজ্য সহজ করে দিয়েছে। বাংলাদেশে ২০২০-এর শেষ দিকে যাত্রা শুরুর পর থেকে এ পর্যন্ত সাত শতাধিক স্থানীয় পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান প্ল্যাটফর্মটির তালিকাভুক্ত হয়েছে। ভিয়েলাটেক্স, ডিবিএল গ্রুপ ও এনভয় টেক্সটাইলসের মতো স্বনামধন্য প্রতিষ্ঠানও তালিকার অন্তর্ভুক্ত। বিনা মূল্যে একটি ডিজিটাল প্রফাইল পরিচালনার সুবিধা দেওয়ার মাধ্যমে বিদেশি ক্রেতাদের সঙ্গে বাংলাদেশি পোশাক প্রস্তুতকারক এবং সরবরাহকারীদের ডিজিটাল যোগাযোগ স্থাপনে সাহায্য করে আসছে সেরাই।

ডিবিএল টেক্সটাইলসের ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার বলেন, ‘ডিবিএলের জন্য বিভিন্ন নতুন ক্রেতা, ব্র্যান্ড ও সরবরাহকারীদের সঙ্গে ভার্চুয়ালি সংযুক্ত করে নতুন সুযোগ সন্ধানের দ্বার উন্মোচন করে দিয়েছে সেরাই। পাশাপাশি তাদের স্টেকহোল্ডারদের কাছে অত্যন্ত সুন্দর ও কার্যকরী পদ্ধতিতে আমাদের পণ্যসেবা ও অর্জনগুলো তুলে ধরতেও সাহায্য করছে।’সাতদিনের সেরা