kalerkantho

শনিবার । ৯ শ্রাবণ ১৪২৮। ২৪ জুলাই ২০২১। ১৩ জিলহজ ১৪৪২

বীমা খাতে কর ছাড় চায় বিআইএ

নিজস্ব প্রতিবেদক   

৭ মে, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি শেখ কবির হোসেন বলেছেন, ইনস্যুরেন্স খাতের উন্নয়নের জন্য করপোরেট কর কমাতে হবে। ব্যাংক ও অন্যান্য আর্থিক খাতে ৩৭ শতাংশ কর নেওয়া হয়, যেটি ইনস্যুরেন্স খাতের জন্য অনেক বেশি। কারণ ব্যাংক ও অন্যান্য আর্থিক খাতের মতো ইনস্যুরেন্স খাত লাভজনক নয়। তাই লাইফের ক্ষেত্রে ৩০ শতাংশ ও নন-লাইফের জন্য ৩৫ শতাংশ করে (ট্যাক্স) নামিয়ে আনা উচিত। গতকাল প্রাক-বাজেট সংবাদ সম্মেলনে তিনি এ প্রস্তাব দেন। ২০২১-২২ অর্থবছরের জন্য প্রাক-বাজেটে পাঁচটি দাবি জানানো হয়। শেখ কবির হোসেন বলেন, ব্যাংক ও অন্যান্য আর্থিক খাতের তুলনায় ইনস্যুরেন্স খাতের আয় অনেকটা কম। তাই ব্যাংক খাতের কর ও ইনস্যুরেন্স খাতের কর সমান হতে পারে না। স্বাস্থ্য বীমার ক্ষেত্রে যে ১৫ শতাংশ কর ধরা হয়েছে, তা দ্রুত বাতিল করা উচিত।সাতদিনের সেরা