kalerkantho

মঙ্গলবার । ২৭ বৈশাখ ১৪২৮। ১০ মে ২০২১। ২৭ রমজান ১৪৪২

এসএমই পণ্য মেলা অনলাইনে

নিজস্ব প্রতিবেদক   

৪ মে, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেএসএমই ফাউন্ডেশনের আয়োজনে আট বিভাগের উদ্যোক্তাদের নিয়ে অনলাইনে মাসব্যাপী ‘আঞ্চলিক এসএমই পণ্য মেলা’ শুরু হবে। এ মেলায় নিবন্ধন ফি ছাড়াই অংশগ্রহণ করতে পারবেন উদ্যোক্তারা। এসএমই উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার ও প্রসারের লক্ষ্যে এসএমই ফাউন্ডেশন প্রতিবছর ‘আঞ্চলিক এসএমই পণ্য মেলা’ আয়োজন করে। চলমান করোনা পরিস্থিতি বিবেচনায় জনসমাগম এড়াতে এবং সরকারের নির্দেশনার আলোকে এসএমই ফাউন্ডেশন প্রথমবারের মতো এটুআই, একশপের কারিগরি সহায়তায় অনলাইনে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ২০২১ আয়োজন করেছে। ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে গতকাল আঞ্চলিক এসএমই পণ্য মেলার উদ্বোধন করেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান। মেলা সম্পর্কে এটুআইয়ের প্রতিনিধি একটি উপস্থাপনা প্রদান করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান এবং এ অনুষ্ঠানে পরিচালক পর্ষদের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, সিলেট—এই আটটি বিভাগের এসএমই উদ্যোক্তারা অনলাইনে মাসব্যাপী ‘আঞ্চলিক এসএমই পণ্য মেলা ২০২১’ অংশগ্রহণ করতে পারবেন।সাতদিনের সেরা