kalerkantho

রবিবার । ২৬ বৈশাখ ১৪২৮। ৯ মে ২০২১। ২৬ রমজান ১৪৪২

শিল্প-কারখানায় তিন দিনের বেশি ছুটি নয়

নিজস্ব প্রতিবেদক   

৪ মে, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচলমান লকডাউন বা বিধি-নিষেধ ১৬ মে পর্যন্ত বাড়ানোয় ঈদের ছুটি তিন দিনই থাকছে। নিজ নিজ কর্মস্থলে রাখতে শিল্প-কারখানা তিন দিনের বেশি ছুটি দেওয়া যাবে না। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৪ এপ্রিল ঈদুল ফিতর উদযাপিত হবে। আর লকডাউন বেড়েছে ১৬ মে পর্যন্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গতকাল সোমবার ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠক শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান খন্দকার আনোয়ারুল ইসলাম। ঈদ আগামী ১৪ মে শুক্রবার হতে পারে জানিয়ে মন্ত্রিপরিষদসচিব বলেন, সরকার সিদ্ধান্ত নিয়েছে কোনো বন্ধ দেওয়া যাবে না। ঈদের ছুটি তিন দিন। এর মধ্যে দুদিন পড়েছে শুক্র ও শনিবার।

সরকারি অফিস বন্ধ সেগুলোর বিষয়ে কোনো সিদ্ধান্ত আছে কি না—জানতে চাইলে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, যেগুলো যেভাবে আছে সেভাবেই থাকবে। লকডাউন বাড়ানোয় এবার এক জেলা থেকে আরেক জেলায় গণপরিবহন বন্ধ থাকছে। শুধু জেলার মধ্যে গণপরিবহন চলবে। বন্ধ থাকবে লঞ্চ ও ট্রেন।সাতদিনের সেরা