kalerkantho

রবিবার । ২৬ বৈশাখ ১৪২৮। ৯ মে ২০২১। ২৬ রমজান ১৪৪২

ঈদ সালামিতে চমক দেবে বিকাশে

নিজস্ব প্রতিবেদক   

৪ মে, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঈদ সালামিতে চমক দেবে বিকাশে

গ্রাহকরা এবার ঈদের শুভেচ্ছা বিনিময় আর সালামি বিনিময়ে বিকাশ গ্রিটিংস ব্যবহার করে প্রিয়জনের আনন্দ আরো বাড়িয়ে তুলতে পারেন। সামাজিক দূরত্ব মেনে দূর থেকেই যাঁদের ঈদ উদযাপন হবে তাঁরা মজার বা আবেগঘন মেসেজসহ গ্রিটিংস পাঠিয়ে একে অন্যের সঙ্গে থাকতে পারেন। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উপলক্ষে সালামির প্রচলন সেই প্রাচীনকাল থেকেই। প্রযুক্তির সহায়তায় সময়ের সঙ্গে তাল মিলিয়ে সেই সালামিতে ভিন্ন মাত্রা এনেছে বিকাশ। অ্যাপের ডিজিটাল গ্রিটিংস কার্ডের মাধ্যমে সেন্ডমানির সঙ্গে প্রিয়জনকে জানানো যাবে শুভকামনা, অনুভূতি, স্নেহ-ভালোবাসার অভিব্যক্তি। গ্রাহক চাইলে এই গ্রিটিংস কার্ডটিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে নিজেদের বিশেষ মুহূর্তগুলোকে আরো স্মরণীয় ও আনন্দময় করে নিতে পারেন।সাতদিনের সেরা