kalerkantho

বৃহস্পতিবার । ২১ শ্রাবণ ১৪২৮। ৫ আগস্ট ২০২১। ২৫ জিলহজ ১৪৪২

স্মল বিজ

করোনাও পারেনি বিশ্বে সামরিক ব্যয়ে লাগাম টানতে

বাণিজ্য ডেস্ক   

২৭ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকরোনা মহামারির মধ্যেও বিশ্বজুড়ে বেড়েছে সামরিক ব্যয়। গতকাল সোমবার স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (এসআইপিআরআই) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, করোনার মধ্যেই ২০২০ সালে বিশ্বে মোট সামরিক ব্যয় আগের বছরের তুলনায় ২.৬ শতাংশ বেড়ে হয়েছে প্রায় দুই ট্রিলিয়ন ডলার। অথচ ওই বছর বিশ্বে জিডিপি সংকোচিত হয়েছে ৪.৪ শতাংশ। প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালে সামরিক খাতে সবচেয়ে বেশি ব্যয় করেছে পাঁচটি দেশ। তাদের সম্মিলিত ব্যয় বিশ্বজুড়ে মোট ব্যয়ের ৬২ শতাংশ। এই দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, চীন, ভারত, রাশিয়া ও যুক্তরাজ্য। এক বিবৃতিতে এসআইপিআরআইয়ের গবেষক দিয়েগো লোপেজ দ্য সিলভা বলেন, ‘আমরা বলতে পারি ২০২০ সালে বিশ্বজুড়ে সামরিক ব্যয়ের ওপর মহামারির উল্লেখযোগ্য কোনো প্রভাব ছিল না।’সাতদিনের সেরা