kalerkantho

বৃহস্পতিবার । ২১ শ্রাবণ ১৪২৮। ৫ আগস্ট ২০২১। ২৫ জিলহজ ১৪৪২

‘ডিজিটাল অর্থনীতিতে বাংলাদেশের নেতৃত্ব দেবে ওয়ালটন’

বাণিজ্য ডেস্ক   

২৭ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেতথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ পলক বলেছেন, ওয়ালটন ‘মেড ইন বাংলাদেশ’ পণ্যের প্রতি আস্থা সৃষ্টি করেছে। আমি নিজেও ওয়ালটন ল্যাপটপ ব্যবহার করছি। ওয়ালটন আমাদের গর্ব। বাংলাদেশই শুধু নয়, ওয়ালটন বিশ্বজুড়ে সুনাম কুড়িয়েছে। আমার বিশ্বাস, ২০৪১ সালের মধ্যে ওয়ালটন ডিজি-টেক সারা বিশ্বে ডিজিটাল ইকোনমিতে বাংলাদেশের নেতৃত্ব দেবে। এ ক্ষেত্রে সরকার সব ধরনের সহযোগিতা করবে। গতকাল সোমবার ‘ওয়ালটন ল্যাপটপ স্টে হোম অফার অ্যাট ওয়ালটন ই-প্লাজা’ শীর্ষক ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত এক ডিক্লারেশন প্রগ্রামে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। করোনা সংক্রমণ থেকে ক্রেতাদের সুরক্ষিত রাখতে ‘অকারণে বাইরে নয়, ঘরে বসে পণ্য ক্রয়’ স্লোগানে ওই ক্যাম্পেইন শুরু করে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।সাতদিনের সেরা