kalerkantho

বৃহস্পতিবার । ৩ আষাঢ় ১৪২৮। ১৭ জুন ২০২১। ৫ জিলকদ ১৪৪২

গত এক বছরে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে উৎপাদনশীলতা বেড়েছে ৫ শতাংশ

২৬ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেগত এক বছরে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে উৎপাদনশীলতা বেড়েছে ৫ শতাংশ

ঘরে বসে কাজ করায় গত এক বছরে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে উৎপাদনশীলতা বেড়েছে ৫ শতাংশ। দেশটির এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। এর কারণ হিসেবে বলা হচ্ছে, অফিসে যাতায়াতের জন্য যে সময়টুকু নষ্ট হয়, সেটি এখন আর হচ্ছে না। ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গ বলেন, ফেসবুক মূল ভবনের বাইরে বহুদূর থেকে প্রকৌশলী নিয়োগ দেওয়ায় অনেক নতুন প্রতিভা খুঁজে পাচ্ছে। অনেক কর্মী মহামারির পরেও বাড়ি বসে কাজ চালিয়ে যেতে পারবেন। বাড়িতে বসে কাজ করাটা তাঁর জন্যও লাভজনক হবে।

মার্ক জাকারবার্গ, সিইও, ফেসবুকসাতদিনের সেরা