kalerkantho

রবিবার । ৬ আষাঢ় ১৪২৮। ২০ জুন ২০২১। ৮ জিলকদ ১৪৪২

পুঁজিবাজারে সূচকের সামান্য উত্থান

নিজস্ব প্রতিবেদক   

২২ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেপুঁজিবাজারে সূচকের সামান্য উত্থান

শুরুতে বড় উত্থানের আভাস পাওয়া গেলেও শেষ পর্যন্ত মূল্যসূচকের সামান্য উত্থানে গতকাল বুধবার পুঁজিবাজারের লেনদেন শেষ হয়েছে। এর মাধ্যমে কঠোর বিধিনিষেধের মধ্যে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসেই মূল্যসূচক বাড়ল।

মূল্যসূচকের টানা উত্থানের পাশাপাশি লেনদেনেও গতি দেখা গিয়েছে। তবে গতকাল প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের দিনের তুলনায় কম লেনদেন হয়েছে। তার পরও মাত্র আড়াই ঘণ্টায় ৭০০ কোটি টাকার ওপরে লেনদেন হয়েছে।

দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১ পয়েন্ট বেড়ে ৫৪২৩ পয়েন্টে উঠে এসেছে। এর মাধ্যমে কঠোর বিধি-নিষেধের পাঁচ কার্যদিবসে ডিএসই প্রধান সূচক বাড়ল ১৬৩ পয়েন্ট।

প্রধান সূচকের পাশাপাশি বেড়েছে ডিএসই-৩০ সূচক। এই সূচকটি আগের দিনের তুলনায় ০.৬৮ পয়েন্ট বেড়ে ২০৮৩ পয়েন্টে অবস্থান করছে। তবে ডিএসইর শরিয়াহ্ সূচক ০.৪ পয়েন্ট কমে ১২৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে দাম বেড়েছে ১৩০টি প্রতিষ্ঠানের শেয়ার। কমেছে ১৫৭টির এবং ৬৭টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৭৭৬ কোটি ৬৭ লাখ টাকার। আগের দিন লেনদেন হয় এক হাজার ২৯৯ কোটি ৮৪ লাখ টাকা। সে হিসেবে লেনদেন কমেছে ৫২৩ কোটি ১৭ লাখ টাকা।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ২৫ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৩৩ কোটি ৮২ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৪২টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১০২টির। কমেছে ৯৬টির এবং ৪৪টির দাম অপরিবর্তিত রয়েছে।