kalerkantho

বুধবার । ৫ জ্যৈষ্ঠ ১৪২৮। ১৯ মে ২০২১। ৬ শাওয়াল ১৪৪

স্মল বিজ

স্প্রিং ফ্লাশ চা নিয়ে এলো হালদা ভ্যালি

বাণিজ্য ডেস্ক   

২২ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচায়ের ‘স্প্রিং ফ্লাশ’ কালেকশন নিয়ে এসেছে হালদা ভ্যালি। বসন্তকালে চা-গাছের প্রথম কুঁড়ি থেকে তৈরি হয় এই স্প্রিং ফ্লাশ কালেকশনের চা। চট্টগ্রামের ফটিকছড়িতে হালদা ভ্যালি নিজস্ব চা বাগানে বসন্তকালীন এই নতুন কুঁড়িগুলো সংগ্রহ করা হচ্ছে। সেগুলোই ‘স্প্রিং ফ্লাশ’ কালেকশন নামে স্পেশাল প্যাকেটে সারা দেশে বাজারজাত শুরু হয়েছে। তিনটি ভিন্ন স্বাদের স্প্রিং ফ্লাশ ১. রেড রোব ওলং টি, ২. ড্রাগন ওয়েল গ্রিন টি এবং ৩. হালদা ভ্যালি ব্ল্যাক টি তিনটি কম্বো প্যাকেজ ক্রিমসন, ভারড্যান্ট এবং সাফায়ারে বাজারে পাওয়া যাচ্ছে। সম্প্রতি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদর উপস্থিতিতে স্প্রিং ফ্লাশ কালেকশনের এই নতুন কম্বো প্যাকগুলোর উদ্বোধন করা হয়। এ সময় হালদা ভ্যালির উদ্যোক্তা নাদের খান বলেন, ‘স্প্রিং ফ্লাশ বা বসন্তের নতুন কুঁড়ির এই চা স্বাদে ও গন্ধে সারা বছরের যেকোনো সময়ের চায়ের থেকে অনন্য এবং সেরা।’সাতদিনের সেরা