kalerkantho

বুধবার । ৫ জ্যৈষ্ঠ ১৪২৮। ১৯ মে ২০২১। ৬ শাওয়াল ১৪৪

স্মল বিজ

বছরের শুরুতেই রেকর্ড প্রবৃদ্ধি চীনের

বাণিজ্য ডেস্ক   

২১ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেবিশ্বজুড়ে চরমভাবে আঘাত হানা করোনা মহামারির শুরুটা চীনে হলেও দেশটি সেই সংকট কাটিয়ে এখন অর্থনৈতিক পুনরুদ্ধারের পথে। এমনকি চলতি বছরের প্রথম প্রান্তিকে দেশটির অর্থনীতিতে নাটকীয় প্রবৃদ্ধি এসেছে। সম্প্রতি প্রকাশিত চীনের সরকারি পরিসংখ্যানে দেখা যায়, জানুয়ারি থেকে মার্চ—তিন মাসে জিডিপি প্রবৃদ্ধি এক বছর আগের একই সময়ের তুলনায় বেড়েছে ১৮.৩ শতাংশ। যা ১৯৯২ সালে দেশটির প্রান্তিক রেকর্ড শুরু হওয়ার পর তিন দশকের মধ্যে প্রথম সর্বোচ্চ।

২০২০ সালের প্রথম প্রান্তিকে চীনের অর্থনীতি ৬.৮ শতাংশ সংকোচিত হয়েছিল। সে সময় করোনার কারণে দেশজুড়ে লকডাউন ছিল। চীনের জাতীয় পরিসংখ্যান দপ্তরের মুখপাত্রী লি এইহুয়া সাংবাদিকদের বলেন, ‘দেশের অর্থনীতি একটি ভালো সূচনা করেছে। বেশ কিছু কারণেই জিডিপির এই সাফল্য এসেছে। যেমন—মানুষের কর্মদিবস বেড়েছে।’ তিনি আরো বলেন, ‘কভিড-১৯ এখনো বিশ্বজুড়ে ব্যাপকভাবে বিস্তৃত হচ্ছে। ফলে এ ব্যাপারেও আমাদের সতর্ক থাকতে হবে। আন্তর্জাতিক পর্যায়ে যে দৃশ্য দেখা যাচ্ছে তাতে অনিশ্চয়তা ও অস্থিতিশীলতা রয়েছে। ফলে এসব পরিস্থিতি সামনে রেখেই এগোতে হবে।’ পরিসংখ্যান দপ্তর আরো জানায়, মার্চ প্রান্তিকে দেশটির শিল্প উৎপাদন বেড়েছে ১৪.১ শতাংশ এবং খুচরা বিক্রয় বেড়েছে ৩৪.২ শতাংশ। যদিও অর্থনীতিবিদরা সতর্ক করে বলছেন, দেশটিতে যে অর্থনৈতিক পুনরুদ্ধার ঘটছে, তা এখনো অসম। সূত্র : এএফপি, বিবিসি।সাতদিনের সেরা