kalerkantho

শনিবার । ২৫ বৈশাখ ১৪২৮। ৮ মে ২০২১। ২৫ রমজান ১৪৪২

মধু না পাওয়ায় লোকসানের আশঙ্কায় মৌয়ালরা

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি   

২০ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেসুন্দরবনে মধু আহরণের লক্ষ্যমাত্রা অর্জনে শঙ্কা দেখা দিয়েছে। এতে মৌয়ালদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। বৃষ্টি না হওয়ায় মধু উৎপাদন কম হবে বলে বন বিভাগের পক্ষ থেকেও জানানো হয়েছে। সুন্দরবনসংলগ্ন গাবুরা গ্রামে কথা হয় পেশাদার মৌয়াল ফারুক, আবুল কাশেম, মুন্সীগঞ্জ গ্রামের সিরাজ, হাতেমসহ অনেকের সঙ্গে। তাঁরা বলেন, মহাজনের কাছ থেকে চড়া সুদে টাকা ধার নিয়ে মধু আহরণের জন্য সুন্দরবনে প্রবেশ করি, কিন্তু কাঙ্ক্ষিত মধু পাওয়া যাচ্ছে না। একটি চাক থেকে সর্বোচ্চ দেড় থেকে দুই কেজি মধু পাওয়া যাচ্ছে। মৌয়ালরা জানান, সুন্দরবনে ১৫ দিন মধু আহরণের জন্য ৬০-৭০ হাজার টাকা খরচ হয়, কিন্তু বৃষ্টি না হওয়ায় চাকে মধু মিলছে না। সর্বোচ্চ ৩০ হাজার টাকার মধু পাওয়া যাবে। এতে ব্যাপক লোকসান হবে। সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম এ হাসান বলেন, ‘বৃষ্টির সঙ্গে মধু উৎপাদনের নিবিড় সম্পর্ক। আকাশের পানি না হলে গাছে ফুল ঠিকমতো আসে না। আর ফুল না হলে মধু কমে যায়। বর্তমান সময়ে সুন্দরবনে খলিসা গাছের ফুল থেকে মৌয়ালরা মধু আহরণ করে থাকেন।’সাতদিনের সেরা