kalerkantho

সোমবার । ৩ জ্যৈষ্ঠ ১৪২৮। ১৭ মে ২০২১। ০৪ শাওয়াল ১৪৪

স্মল বিজ

৩ ট্রিলিয়ন ডলার হবে হালাল পণ্যের বাজার

বাণিজ্য ডেস্ক   

২০ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেহালাল পণ্যের চাহিদা দ্রুত বাড়ছে বলে জানিয়েছেন স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয়। তিনি বলেছেন, বিশ্ব হালাল পণ্যের বাজার ২০২৩ সালের মধ্যে ৩.১ ট্রিলিয়ন মার্কিন ডলারের বাজারে পরিণত হচ্ছে। সঠিক ইকোসিস্টেম সাপোর্ট এবং পারস্পরিক সহযোগিতার সঙ্গে, বাংলাদেশ এবং মালয়েশিয়ার প্রতিষ্ঠানগুলো এই ক্রম-বর্ধমানশীল বৈশ্বিক বাজারে অগ্রগতির মাধ্যমে, দুই দেশের অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নিতে সক্ষম হবে।

স্ট্যান্ডার্ড চার্টার্ড সাদিক ও স্ট্যান্ডার্ড চার্টার্ড মালয়েশিয়ার যৌথ আয়োজনে ‘হালাল ৩৬০ : হালাল ইকোসিস্টেমে আপনার ব্যবসার সংযুক্তি’ শীর্ষক ওয়েবিনারে তিনি এসব কথা বলেন। মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সারোয়ার অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে অংশগ্রহণ করেন। এ ছাড়া স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয় এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড মালয়েশিয়ার সিইও আবরার এ আনোয়ার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে ওয়েবিনারে বক্তব্য দেন। অনুষ্ঠানে প্যানেল আলোচনায় অংশ নেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট, রিজওয়ান রহমান, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান এবং সিইও, আহসান খান চৌধুরীসহ আরো অনেকে।