kalerkantho

সোমবার । ৩ জ্যৈষ্ঠ ১৪২৮। ১৭ মে ২০২১। ০৪ শাওয়াল ১৪৪

স্মল বিজ

মোটরযানের নিবন্ধন কমেছে ২৪ শতাংশ

নিজস্ব প্রতিবেদক   

১৯ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদেশের শিল্পায়ন ও দক্ষ মানবসম্পদ তৈরিতে অটোমোবাইল শিল্প গুরুত্বপূর্ণ আবদান রাখলেও দীর্ঘমেয়াদি নীতিমালার অভাব ও সহায়ক শুল্ক কাঠামো না থাকায় ২০২০ সালে বাংলাদেশে মোটরযানে নিবন্ধন কমেছে প্রায় ২৪ শতাংশ। তাই সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য বাংলাদেশ অটোমোবাইল সেক্টর রোডম্যাপ ২০২১-২২ এবং অটোমোবাইল-ম্যানুফ্যাকচারিং ডেভেলপমেন্ট পলিসির খসড়া দ্রুত চূড়ান্ত করার তাগিদ দেন তাঁরা। গতকাল রবিবার ঢাকা চেম্বার অব কমার্স (ডিসিসিআই) আয়োজিত ‘অটোমোবাইলশিল্পের উন্নয়ন : বর্তমান বাস্তবতা ও ভবিষ্যৎ সম্ভাবনা’ বিষয়ে ওয়েবিনারে বক্তারা এসব কথা বলেন। এতে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। অতিথি হিসেবে যোগ দেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নায়োকি।  শিল্পমন্ত্রী বলেন, ‘অটোমোবাইলশিল্পের সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য শিল্প মন্ত্রণালয় ১০ বছর মেয়াদি বাংলাদেশ অটোমোবাইল সেক্টর রোডম্যাপ ২০২১-২২ এবং অটোমোবাইল-ম্যানুফ্যাকচারিং ডেভেলপমেন্ট পলিসির খসড়া তৈরি করেছে, যা দ্রুততম সময়ের মধ্যে করা হবে।’