kalerkantho

শনিবার । ২৫ বৈশাখ ১৪২৮। ৮ মে ২০২১। ২৫ রমজান ১৪৪২

স্মল বিজ

পুঁজিবাজারে আসছে প্রথম এসএমই কম্পানি ‘নিয়ালকো এলয়স’

নিজস্ব প্রতিবেদক   

১৬ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদেশের পুঁজিবাজারে প্রথমবারের মতো তালিকাভুক্ত হতে যাচ্ছে এসএমই খাতের কম্পানি ‘নিয়ালকো এলয়স’। গতকাল বৃহস্পতিবার প্রতিষ্ঠানটিকে অনুমোদন দিয়েছে বিএসইসি। পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহের সুবিধা পাচ্ছে ছোট কম্পানিগুলো। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা (এসএমই) খাতের কম্পানিটি ১০ টাকা দামে ৭৫ লাখ শেয়ার বিক্রি করে পুঁজিবাজার থেকে সাড়ে সাত কোটি টাকার মূলধন তুলবে। বিএসইসি কমিশন সভায় গতকাল এই অনুমোদন দেওয়া হয়। সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কমিশন। এই অনুমোদনের মাধ্যমে দেশের এসএমই খাতের কম্পানিগুলোর পুঁজিবাজারে তালিকাভুক্তির পথ সুগম হলো।সাতদিনের সেরা