kalerkantho

রবিবার । ২৬ বৈশাখ ১৪২৮। ৯ মে ২০২১। ২৬ রমজান ১৪৪২

বড় উত্থান পুঁজিবাজারে

নিজস্ব প্রতিবেদক   

১৪ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেবড় উত্থান পুঁজিবাজারে

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল মঙ্গলবার মূল্যসূচকের ব্যাপক উত্থানে লেনদেন শেষ হয়েছে। লেনদেনও বেড়েছে। অন্য বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। বৃহস্পতিবার থেকে আড়াই ঘণ্টার লেনদেন চলবে। ব্যাংক খোলার সিদ্ধান্তের পর পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এই সিদ্ধান্ত নিয়েছে।

গতকাল ডিএসইতে ৫১১ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিন থেকে ১৭ কোটি ৬২ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। সোমবার লেনদেন হয়েছিল ৪৯৪ কোটি ৩১ লাখ টাকার।

গতকাল ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৭০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৫৮ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৩৬ পয়েন্ট এবং ডিএসইএস বা শরিয়াহ সূচক ১৫ পয়েন্ট বেড়েছে। গতকাল ডিএসইতে ৩৪৭টি কম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২২৮টির, কমেছে ৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টি কম্পানির। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ১৮৫ পয়েন্ট। সূচকটি ১৫ হাজার ১৯৪ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ২৫ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার। ২১৪টি কম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১২৪টির, কমেছে ৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির।সাতদিনের সেরা