kalerkantho

বুধবার । ৫ জ্যৈষ্ঠ ১৪২৮। ১৯ মে ২০২১। ৬ শাওয়াল ১৪৪

বিশ্বের সবচেয়ে বেশি ধনী লোক বাস করে বেইজিংয়ে

১৪ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবিশ্বের সবচেয়ে বেশি ধনী লোক বাস করে বেইজিংয়ে

বিশ্বের যেকোনো শহরের তুলনায় বর্তমানে সবচেয়ে বেশি ধনী লোক বাস করে চীনের রাজধানী বেইজিংয়ে। গত বছর নতুন করে ৩৩ জন যোগ হওয়ায় সেখানে মোট বিলিয়নেয়ারের সংখ্যা দাঁড়াল ১০০-তে। ফোর্বস ম্যাগাজিনের বার্ষিক প্রতিবেদন থেকে এ তথ্যটি পাওয়া যায়। চীন সরকার দেশটিতে করোনার সংক্রমণ দ্রুত নিয়ন্ত্রণ করায় প্রযুক্তি সংস্থাগুলোর পাশাপাশি সেখানকার পুঁজিবাজার চাঙ্গা হয়েছে। এ কারণে সেখানে ধনকুবেরের সংখ্যা বেড়েছে। বেইজিংয়ের সবচেয়ে ধনী ব্যক্তিটি হলেন ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের প্রতিষ্ঠাতা ও এর মূল সংস্থা বাইটড্যান্সের প্রধান নির্বাহী ঝং ইমিং। যাঁর সম্পদের পরিমাণ ৩৫.৬ বিলিয়ন ডলার।

ঝং ইমিং, সিইও, বাইটড্যান্সসাতদিনের সেরা