kalerkantho

রবিবার । ২৬ বৈশাখ ১৪২৮। ৯ মে ২০২১। ২৬ রমজান ১৪৪২

স্মল বিজ

বিডার নতুন পাঁচ সেবা উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক   

১৪ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেএকটি দেশের উন্নতি সম্ভব হয় দেশি ও বিদেশি বিনিয়োগ বৃদ্ধির সঙ্গে সঙ্গে। আর বাংলাদেশের বিনিয়োগ পরিস্থিতি উন্নত করতে সাহায্য করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। বিডার ওয়েব অনলাইনের মাধ্যমে বিনিয়োগকারীদের সেবা প্রদান করে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) অনলাইন ওয়ানস্টপ সার্ভিস পোর্টালে এলো নতুন আরো পাঁচটি নতুন সেবা। গতকাল মঙ্গলবার এক ভার্চুয়াল সভায় এই নতুন পাঁচটি সেবার উদ্বোধন করা হয়। নতুন সেবা যুক্ত করায় বিডার ওয়েব পোর্টালের মাধ্যমে বিনিয়োগকারীরা সহজেই ৪৭টি সেবা গ্রহণ করতে পারবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিডার নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম, প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ বিভাগের সচিব মো. হাবিবুর রহমান এবং জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য জাকিয়া সুলতানা (ভ্যাট অডিট অ্যান্ড ইন্টিলিজেন্স) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিডার নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম বলেন, ‘সারা দুনিয়ার অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে। সেখানে গত বছর ৫.২ শতাংশের মতো জিডিপি প্রবৃদ্ধি হয়েছে। অর্থনীতির এই ধারা অব্যাহত ছিল শুধু ডিজিটাল বাংলাদেশের জন্য। এই করোনাকালেও বিডার অনলাইন সার্ভিসের মাধ্যমে বিনিয়োগকারীদের বিভিন্ন রকম সেবা প্রদান করে আসছে।’সাতদিনের সেরা