kalerkantho

শুক্রবার । ৪ আষাঢ় ১৪২৮। ১৮ জুন ২০২১। ৬ জিলকদ ১৪৪২

করপোরেট কর্ণার

১৩ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেকরপোরেট কর্ণার

লবী রহমান কুকিং ফাউন্ডেশন : বিশিষ্ট রন্ধন বিশেষজ্ঞ লবী রহমানের প্রতিষ্ঠিত লবী রহমান কুকিং ফাউন্ডেশন মাহে রমজান উপলক্ষে গতকাল ঢাকায় বিশেষ রন্ধন কর্মশালার আয়োজন করেছে। ২৫ জন প্রশিক্ষণার্থী এতে অংশ নেন। অনুষ্ঠানে আন্তর্জাতিক শেফ টনি খান, লবী রহমান প্রমুখ উপস্থিত ছিলেন


বিসিক : বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনে (বিসিক) ওয়ানস্টপ সার্ভিস চালুকরণের নিমিত্তে বিজনেস অটোমেশনের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গতকাল বিসিকের চেয়ারম্যান মো. মোশতাক হাসান, এনডিসির সভাপতিত্বে অনুষ্ঠানে বিসিকের পরিচালক, সচিব ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। চুক্তিতে স্বাক্ষর করেন মো. মফিদুল ইসলাম, সচিব, বিসিক ও বিজনেস অটোমেশনের পরিচালক সোয়েব আহমেদ মাসুদ


বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক : ‘করোনাকালীন সংকট উত্তরণে নারী উদ্যোক্তাদের ভাবনা’ শিরোনামে সম্প্রতি ভার্চুয়ালি আলোচনাসভার আয়োজন করে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। দেশের উদীয়মান ২০ জন নারী উদ্যোক্তা এই আলোচনায় অংশ নেন। সভায় যুক্ত ছিলেন ব্যাংকের এমডি ও সিইও তারিক মোর্শেদসহ অন্য কর্মকর্তারা। সংবাদ বিজ্ঞপ্তি।


রাকাব : রাকাবের স্থানীয় মুখ্য কার্যালয়, রাজশাহীতে ভিডিও কনফারেন্সে Real Time Gross Settlement (RTGS) কার্যক্রমের উদ্বোধন করেন ব্যাংকের এমডি মো. ইসমাইল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন রাকাব প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. জয়নাল আবেদীনসাতদিনের সেরা