kalerkantho

মঙ্গলবার । ৪ জ্যৈষ্ঠ ১৪২৮। ১৮ মে ২০২১। ৫ শাওয়াল ১৪৪

দায়িত্ব হস্তান্তর আজ

বিজিএমইএর নতুন পরিচালনা পর্ষদ

নিজস্ব প্রতিবেদক   

১৩ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবিজিএমইএর নতুন পরিচালনা পর্ষদ

ফারুক হাসান

তৈরি পোশাক খাতের শীর্ষ সংগঠন বিজিএমইএর ২০২১-২২ বর্ষের পরিচালনা পর্যদের সভাপতি, সহসভাতিসহ আট সদস্যের নাম ঘোষণা করেছে বিজিএমইএ নির্বাচন পরিচালনা বোর্ড। গতকাল সোমবার এই পরিষদের নাম ঘোষণা করা হয়। আজ দায়িত্ব হস্তান্তর করা হবে। এতে সভাপতি হলেন সম্মিলিত পরিষদের দলনেতা ও জায়ান্ট গ্রুপের এমডি ফারুক হাসান। সাতটি সহসভাপতির পদ রয়েছে। তার মধ্যে প্রথম সহসভাপতি হচ্ছেন চট্টগ্রাম থেকে নির্বাচিত ওয়েল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ওয়েল ডিজাইনারস লিমিটেডের পরিচালক সৈয়দ নজরুল ইসলাম। এ ছাড়া জ্যেষ্ঠ সহসভাপতি সিহা ডিজাইনের ব্যবস্থাপনা পরিচালক এস এম মান্নান।