kalerkantho

শুক্রবার। ৩১ বৈশাখ ১৪২৮। ১৪ মে ২০২১। ০২ শাওয়াল ১৪৪২

দরপতনে ৭৭% কম্পানির শেয়ার

নিজস্ব প্রতিবেদক   

১২ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেদরপতনে ৭৭% কম্পানির শেয়ার

সপ্তাহের প্রথম কর্মদিবস গতকাল রবিবারও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রায় ৭৭ শতাংশ কম্পানির দর পতন হয়েছে। লেনদেনের পরিমাণও কিছুটা কমেছে। অন্য বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

গতকাল ডিএসইতে ৪৫৫ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিন থেকে ২০ কোটি ৩৯ লাখ টাকা কম। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৪৭৫ কোটি ৮৭ লাখ টাকার।

গতকাল ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৯০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫১৬৪ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৩৭ পয়েন্ট এবং ডিএসইএস বা শরিয়াহ সূচক ২০ পয়েন্ট কমেছে। ডিএসইতে মোট ৩৪০টি কম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৪টির, কমেছে ২৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টির।

সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ২২৩ পয়েন্ট। সূচকটি ১৫০৭ পয়েন্টে অবস্থান করছে। লেনদেন হয়েছে ১৪ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার। মোট ১৯২টি কম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৩১টির, কমেছে ১৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির।