kalerkantho

শুক্রবার। ৩১ বৈশাখ ১৪২৮। ১৪ মে ২০২১। ০২ শাওয়াল ১৪৪২

শেখ কবির হোসেন বিআইএর প্রেসিডেন্ট পুনর্নির্বাচিত

বাণিজ্য ডেস্ক   

১২ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেশেখ কবির হোসেন বিআইএর প্রেসিডেন্ট পুনর্নির্বাচিত

শেখ কবির হোসেন

শেখ কবির হোসেন সর্বসম্মতিক্রমে বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) ২০২১ ও ২০২২ সালের জন্য প্রেসিডেন্ট পুনর্নির্বাচিত হয়েছেন। মেঘনা লাইফ ইনস্যুরেন্স ও কর্ণফুলী ইনস্যুরেন্স কম্পানির ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ প্রথম ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। নিটল ইনস্যুরেন্স কম্পানির চেয়ারম্যান এ কে এম মনিরুল হক ভাইস প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান উপাধ্যক্ষ মো. আব্দুস সহিদ এমপির সভাপতিত্বে গত ৯ এপ্রিল ভার্চুয়ালি এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন বোর্ডের অন্য দুই সদস্য নিজাম উদ্দিন আহমেদ ও মোস্তফা গোলাম কুদ্দুছ উপস্থিত ছিলেন। নির্বাচন বোর্ডের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন নিশীথ কুমার সরকার, সেক্রেটারি জেনারেল, বিআইএ। শেখ কবির হোসেন বর্তমানে সোনার বাংলা ইনস্যুরেন্স কম্পানির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও বাংলাদেশ মানবাধিকার কাউন্সিলের সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ প্রাইভেটাইজেশন কমিশনের সদস্য এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মেম্বার অব গভর্নরস।  এ ছাড়া দেশের একমাত্র ইসলামী চক্ষু হাসপাতালের ভাইস চেয়ারম্যান হিসেবেও তিনি দায়িত্ব পালন করছেন।  সোনার বাংলা ক্যাপিটাল ম্যানেজমেন্টের চেয়ারম্যান, সিডিবিএলের চেয়ারম্যান, ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডেরও চেয়ারম্যান।