বেপজা : বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মো. নজরুল ইসলাম পাকিস্তানের হাইকমিশনারকে তাঁর অফিসে স্বাগত জানিয়েছেন। এ সময় বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. মাহমুদুল হোসাইন খানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন
ইপিজেডে পাকিস্তানি বিনিয়োগ বাড়াতে বেপজার সঙ্গে যৌথভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী। গতকাল বুধবার ঢাকায় বেপজা কমপ্লেক্স পরিদর্শনকালে এ কথা জানান হাইকমিশনার। ইমরান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বেপজা আরো সাফল্য লাভ করবে।’ বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মো. নজরুল ইসলাম পাকিস্তানের হাইকমিশনারকে তাঁর অফিসে স্বাগত জনিয়ে ইপিজেডের সার্বিক কর্মকাণ্ড, শ্রমিকদের অধিকার ও সুবিধা এবং অন্যান্য অপারেশনাল বিষয়ে তাঁকে অবহিত করেন।
মন্তব্য