kalerkantho

সোমবার । ৬ বৈশাখ ১৪২৮। ১৯ এপ্রিল ২০২১। ৬ রমজান ১৪৪২

অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক মো. আবুল বাশার

বাণিজ্য ডেস্ক   

৮ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঅগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক মো. আবুল বাশার

অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক হিসেবে পদোন্নতি পেয়েছেন মো. আবুল বাশার। তিনি ১৯৯৩ সালে সিনিয়র অফিসার হিসেবে অগ্রণী ব্যাংকে কর্মজীবন শুরু করেন। আবুল বাশার মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত অগ্রণী ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান অগ্রণী রেমিট্যান্স হাউসের সিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও ব্যাংকটির গুরুত্বপূর্ণ শাখা ও করপোরেট শাখার প্রধান এবং প্রধান কার্যালয়ে বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি একটি শাখার শাখা প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে এমবিএ করেন।

মন্তব্যসাতদিনের সেরা