kalerkantho

মঙ্গলবার । ৪ জ্যৈষ্ঠ ১৪২৮। ১৮ মে ২০২১। ৫ শাওয়াল ১৪৪

স্মল বিজ

আড়াই কোটি টাকার বীমা দাবি পরিশোধ

নিজস্ব প্রতিবেদক   

২৫ মার্চ, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে১৫টি লাইফ ইনস্যুরেন্স কম্পানির ৭০ জনকে দুই কোটি ৪০ লাখ টাকা বীমা দাবি পরিশোধ করা হয়েছে। গতকাল বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) আয়োজিত ভার্চুয়াল ‘বঙ্গবন্ধুর আশার আলো’ অনুষ্ঠানের সঞ্চালক আইডিআরএর আইন অনুবিভাগের পরিচালক মুহাম্মদ আরিফুল ইসলাম এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ কবির হোসেন, আইডিআরএর চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন, বিভিন্ন লাইফ কম্পানির কর্মকর্তা ও গ্রাহকরা। অনুষ্ঠানে প্রধান অতিথি শেখ কবির হোসেন বলেন, ‘পলিসি ম্যাচিউরিটি হলে গ্রাহককে বীমা দাবি পরিশোধ করে দিতে হবে। আইডিআরএর উদ্যোগে বঙ্গবন্ধুর আশার আলো অনুষ্ঠিত হচ্ছে, যেটি বীমা খাতের জন্য একটি ইতিবাচক প্রভাব রাখছে।’