kalerkantho

মঙ্গলবার । ৪ জ্যৈষ্ঠ ১৪২৮। ১৮ মে ২০২১। ৫ শাওয়াল ১৪৪

কক্সবাজারে ওয়ালটনের ‘মিট দ্য ড্রিমার’

বাণিজ্য ডেস্ক   

৯ মার্চ, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকক্সবাজারে ওয়ালটনের ‘মিট দ্য ড্রিমার’

ওয়ালটন : ‘ওয়ালটন মিট দ্য ড্রিমার’ শীর্ষক সম্মেলন উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা

কক্সবাজারে ‘ওয়ালটন মিট দ্য ড্রিমার’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দেশের ইলেকট্রনিকস খাতে সর্ববৃহৎ সেলস নেটওয়ার্ক ওয়ালটন প্লাজা সেলস অ্যান্ড ডেভেলপমেন্টের ওই সম্মেলনে অংশ নেন সহস্রাধিক সেলস এক্সিকিউটিভ, ওয়ালটন পরিচালনা পর্ষদ সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

গত রবিবার সন্ধ্যায় হোটেল রয়েল টিউলিপ সি পার্ল বিচ রিসোর্টের সামনে সমুদ্র তীরে ওই সম্মেলনের আয়োজন করা হয়। ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের ডিরেক্টর এস এম আশরাফুল আলম ও এস এম মাহবুবুল আলম এবং এমডি প্রকৌশলী গোলাম মুর্শেদ আতশবাজির মধ্য দিয়ে সম্মেলন শুরু করেন। উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের ডিরেক্টর জাকিয়া সুলতানা ও নিশাত তাসনিম শুচি, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর আবুল বাশার হাওলাদার প্রমুখ।