আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও জাতীয় মানবাধিকার কমিশন বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে টক শো এবং সংলাপ। নারী দিবসে এবারের প্রতিপাদ্য ‘করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব’। দিবসটি উদযাপনের অংশ হিসেবে জনস্থানে নারীর নিরাপত্তা বিষয়ে প্রচারাভিযানে যোগ দেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) তরুণদের প্ল্যাটফর্ম ‘ইয়াং বাংলা’, ইউএনডিপি, মানবাধিকার কর্মসূচি (এইচআরপি) এবং জাতীয় মানবাধিকার কমিশন যৌথভাবে সচেতনতা বৃদ্ধির জন্য জাতীয় পর্যায়ে এরই মধ্যে প্রচারাভিযান শুরু করেছে। অনলাইনে প্রদর্শনিটি (http://iwdexhibition.jubobangla.com.bd/) ৮ মার্চ থেকে এক মাস চলবে।
মন্তব্য