kalerkantho

রবিবার। ২৮ চৈত্র ১৪২৭। ১১ এপ্রিল ২০২১। ২৭ শাবান ১৪৪২

মো. আব্দুল ওয়াদুদ এনআরবি ব্যাংকের নতুন ডিএমডি

বাণিজ্য ডেস্ক   

৮ মার্চ, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমো. আব্দুল ওয়াদুদ এনআরবি ব্যাংকের নতুন ডিএমডি

এনআরবি ব্যাংকের নুতন উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে যোগদান করেছেন মো. আব্দুল ওয়াদুদ। এর আগে তিনি সিটি ব্যাংকে ডিএমডি হিসেবে কর্মরত ছিলেন। ১৯৯৬ সালে বেসরকারি ইস্টার্ণ ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে ওয়াদুদ তাঁর ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। দীর্ঘ ২৫ বছরে তিনি ইস্টার্ণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক, করপোরেট ব্যাংকিংয়ের ইউনিট হেড, স্ট্রাকচার্ড ফাইন্যান্স বিভাগের প্রধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। ২০১১ সালে তিনি সিটি ব্যাংকে ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্টের প্রধান হিসেবে যোগদান করেন।

মন্তব্য