বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ও সাহসী সিদ্ধান্তের জন্য আজ বাংলাদেশের অর্থনীতিতে গতির সঞ্চার সৃষ্টি হয়েছে। করোনায় যখন জীবন-জীবিকা হুমকির মুখে তখন প্রধানমন্ত্রী সাহস করে গার্মেন্ট চালু রেখেছেন। অর্থনীতির প্রবাহকে চলমান রাখার সিদ্ধান্তে আজ জিডিপি বাড়ছে। পৃথিবীর অনেক দেশের জিডিপি বৃদ্ধি যেখানে শূন্য সেখানে বাংলাদেশের জিডিপি বাড়ে ৫ থেকে ৫.৫-এ। এরই মধ্যে সরকারের মধ্যম আয়ের দেশের পরিকল্পনা বাস্তব হয়েছে। সামনে উন্নত দেশের যে স্বপ্নযাত্রা তাও সফল হবে। অর্থনীতির এই অগ্রগতি সারা বিশ্বে আজ প্রশংসিত। বাংলাদেশ অর্থনীতিতে হতে যাচ্ছে এশিয়ার বাতিঘর। গতকাল রবিবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন আয়োজিত ৭ই মার্চের আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্তব্য