kalerkantho

শুক্রবার । ৩ বৈশাখ ১৪২৮। ১৬ এপ্রিল ২০২১। ৩ রমজান ১৪৪২

কেয়া কসমেটিকসের পণ্য মিলবে ইভ্যালিতে

বাণিজ্য ডেস্ক   

৫ মার্চ, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদেশের কসমেটিকস ও টয়লেট্রিজ পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান কেয়া কসমেটিকসের সঙ্গে এবার যুক্ত হলো দেশীয় ই-কমার্স মার্কেটপ্রেস ইভ্যালি ডটকম লিমিটেড। এখন থেকে কেয়া কসমেটিকসের কেয়া সুপার বিউটি সোপ, লাইফগার্ড সোপ, কেয়ার হ্যান্ড ওয়াশ এবং কেয়া আইস ম্যাজিক পাউডারসহ নানা রকম পণ্য আকর্ষণীয় ছাড়ে ইভ্যালি থেকে কিনতে পারবেন গ্রাহক।

সম্প্রতি রাজধানীর ধানমণ্ডিতে অবস্থিত ইভ্যালির প্রধান কার্যালয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে এসংক্রান্ত সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। কেয়া কসমেটিকসের পরিচালক এম মিরাজ হোসাইন এবং ইভ্যালির বাণিজ্যিক বিভাগের প্রধান সাজ্জাদ আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে কেয়া কসমেটিকসের সিনিয়র ম্যানেজার আল মাসুদ কামাল, ডেপুটি রিজিওনাল সেলস ম্যানেজার মিজানুর রহমান, মার্কেটিং বিভাগের আসমা হীরা এবং ইভ্যালির ক্যাটাগরি হেড নূর জাহান জুঁইসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য