kalerkantho

সোমবার । ৬ বৈশাখ ১৪২৮। ১৯ এপ্রিল ২০২১। ৬ রমজান ১৪৪২

হিরো মোটরবাইক পাওয়া যাচ্ছে বিক্রয় চাকায়

বাণিজ্য ডেস্ক   

৪ মার্চ, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদেশের সবচেয়ে বড় মার্কেটপ্লেস বিক্রয়ডটকম, মোটরবাইক ব্র্যান্ড হিরোর বাংলাদেশি প্রস্তুতকারক প্রতিষ্ঠান নিলয় মোটরসের সঙ্গে চুক্তি করেছে। চুক্তি অনুযায়ী বিক্রয়ডটকমের ভেহিকলস ই-কমার্স ওয়েবসাইট বিক্রয় চাকা থেকে গ্রাহকরা হিরো ব্র্যান্ডের বিভিন্ন মডেলের মোটরবাইক সরাসরি কিনতে পারবেন। সম্প্রতি রাজধানীর নিকুঞ্জে অবস্থিত নিটোল নিলয় টাওয়ারের হেড অফিসে উভয় প্রতিষ্ঠানের মধ্যে এসংক্রান্ত এক চুক্তি স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে অন্য অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন বিক্রয়ডটকমের কো-ম্যানেজিং ডিরেক্টর ঈশিতা শারমিন, ভেহিকলস লিড মো. আফজাল হোসেন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ভেহিকলস সৈকত হোসেন, কী অ্যাকাউন্ট ম্যানেজার, ভেহিকলস সিফাত বিন ইসলাম। বিক্রয় চাকা মূলত বিক্রয়ডটকম ভেহিকলসের একটি ই-কমার্স প্ল্যাটফর্ম, যেখান থেকে ক্রেতারা বাজারের সেরা ব্র্যান্ডগুলোর অথেনটিক মোটরবাইক সরাসরি কিনতে পারবেন। অর্ডার করার এক দিনের মধ্যেই শতভাগ সুরক্ষার সঙ্গে ক্রেতাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হয় তাঁদের পছন্দের মোটরবাইকটি। হিরো ব্র্যান্ডের পাশাপাশি আরো বেশ কয়েকটি ক্রেতাপ্রিয় ব্র্যান্ড এই প্ল্যাটফর্মটিতে মেম্বার হিসেবে যুক্ত আছে।

মন্তব্যসাতদিনের সেরা