kalerkantho

বুধবার । ৮ বৈশাখ ১৪২৮। ২১ এপ্রিল ২০২১। ৮ রমজান ১৪৪২

ছয় দফা দাবিতে চট্টগ্রামে বিজেএমসি কার্যালয় ঘেরাও

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

৪ মার্চ, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেছয় দফা দাবিতে চট্টগ্রামে বিজেএমসি কার্যালয় ঘেরাও

বকেয়া বেতন ও প্রভিডেন্ট ফান্ডের দাবিতে গতকাল চট্টগ্রামে প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করে পদ্মা ওয়্যারসের শ্রমিকরা। ছবি : কালের কণ্ঠ

বন্ধ পাটকল চালু, শ্রমিকদের বকেয়া পরিশোধ, শ্রমিক নেতা রহুল আমিনের মুক্তিসহ ছয় দফা দাবিতে বিজেএমসির আঞ্চলিক কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে পাটকল রক্ষায় শ্রমিক কৃষক-ছাত্র-ঐক্য চট্টগ্রাম।

গতকাল বুধবার দুপুর ১২টায় নগরের আগ্রবাদে বিজেএমসি কার্যালয়ের সামনে তারা এই কর্মসূচি পালন করে। পরে পাটকল রক্ষায় শ্রমিক কৃষক-ছাত্র-ঐক্য পরিষদের নেতৃবৃন্দ বিজেএমসি আঞ্চলিক কর্মকর্তাকে একটি স্মারকলিপি দেন। প্রায় এক ঘণ্টা ঘেরাও কর্মসূচি পালন শেষে শ্রমিক কৃষক-ছাত্র-ঐক্য পরিষদের নেতারা মিছিল নিয়ে চলে যান। তাঁদের দাবিগুলো হলো অবিলম্বে রাষ্ট্রীয় মালিকানায় বন্ধ সব পাটকল চালু ও পিপিপি-লিজ না দেওয়া, বদলি শ্রমিকদের বকেয়া টাকা পরিশোধ করা, ২০১৯ সালের সকল বকেয়া সপ্তাহ পরিশোধ করা, বদলি শ্রমিকদের লকডাউনের মজুরি পরিশোধ করা, অবসায়নকৃত বদলি শ্রমিকদের নোটিশ পে মজুরি পরিশাধ করা, শ্রমিক নেতা রুহুল আমিনের নিঃশর্ত মুক্তি এবং পাটকল নেতাদের গ্রেপ্তার ও হয়রানি বন্ধ করা।

মন্তব্য