kalerkantho

শুক্রবার । ৩ বৈশাখ ১৪২৮। ১৬ এপ্রিল ২০২১। ৩ রমজান ১৪৪২

টিভিএস আনল এবিএস প্রযুক্তির মোটরসাইকেল

বাণিজ্য ডেস্ক   

৪ মার্চ, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেটিভিএস আনল এবিএস প্রযুক্তির মোটরসাইকেল

টিভিএস অটো বাংলাদেশের বাজারে এনেছে অ্যাপাচি আরটিআর ওয়ান সিক্সটি ফোরভি স্মার্ট এক্সকানেক্টের এন্টি লক ব্রেকিং সিস্টেম বা এবিএস ভার্সন। তরুণ প্রজন্মের চাহিদা মেটাতে বাংলাদেশের মোটরসাইকেল ইতিহাসে সর্বপ্রথম এই মোটরসাইকেলটি টিভিএস অটো বাংলাদেশ গত মঙ্গলবার উদ্বোধন করল। এবিএসের সঙ্গে এই মোটরসাইকেলটিতে দেওয়া হয়েছে স্মার্ট-এক্স-কানেক্ট টেকনোলজি, সম্পূর্ণ নতুন এলইডি হেডল্যাম্প, রেডিয়াল টায়ার ও নতুন গ্রাফিকস।

টিভিএস অটো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জে একরাম হোসাইন বলেন, ‘টিভিএস আপ্যাচি আরটিআর সিরিজটি এরই মধ্যেই বাংলাদেশে অসাধারণ গ্রাহক সন্তুষ্টি অর্জন করেছে। এর নতুন যেকোনো ভার্সনই বাংলাদেশের বাইক প্রেমিদের জন্য খুবই এক্সসাইটিং। অ্যাপাচি আরটিআর ওয়ান সিক্সটি ফোরভির সঙ্গে এবিএস এবং স্মার্ট-এক্স-কানেক্ট টেকনোলজি বাংলাদেশের বাইকারদের জন্য সম্পূর্ণ নতুন একটি ফিচার। পাশাপাশি নতুন হেডলাইট, রেডিয়াল টায়ার ও নতুন গ্রাফিকস স্থানীয় মার্কেটের অবস্থানকে আরো শক্তিশালী করবে বলে আমি বিশ্বাস করি। এটি টিভিএস অটো বাংলাদেশের সব শোরুম ও ২৩৫টি থ্রি-এস অর্থাৎ সেলস, সার্ভিস ও পার্টস ডিলার পয়েন্টে পাওয়া যাবে।’

অ্যাপাচি আরটিআর ১৬০ ফোরভি এবিএসে নতুন সংস্করণটির ডাবল ডিস্কের বিক্রয় মূল্য দুই লাখ সাত হাজার ৯০০ টাকা।

মন্তব্য