রাষ্ট্রায়ত্ত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক ও বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন—এই তিন প্রতিষ্ঠানে নতুন তিনজন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী নিয়োগ দিয়েছে সরকার। গতকাল সোমবার এ ব্যাপারে একটি প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। বলা হয়, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে এমডি হিসেবে নিয়োগ পেয়েছেন জনতা ব্যাংকের ডিএমডি মো. ইসমাইল হোসেন। প্রবাসী কল্যাণ ব্যাংকে এমডি হিসেবে নিয়োগ পেয়েছেন সোনালী ব্যাংকের ডিএমডি মো. জাহিদুল হক। আর বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে এমডি হিসেবে নিয়োগ পেয়েছেন সোনালী ব্যাংকের ডিএমডি মো. আফজাল করিম।
মন্তব্য