স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ অর্থনৈতিকভাবে বড় অর্জন হলেও চ্যালেঞ্জ কম নয় বলে মনে করে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ডড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। আর এই চ্যালেঞ্জ মোকাবেলায় বাণিজ্যিকভাবে সম্ভাবনাময় দেশের সঙ্গে দ্বিপক্ষীয় মুক্ত বাণিজ্য চুক্তি, অগ্রাধিকারমূলক চুক্তি এবং বাণিজ্য মধ্যস্থতায় দক্ষতা বাড়ানোর পরামর্শ দিয়েছে সংগঠনটি। গতকাল সোমবার ডিসিসিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে আরো বলা হয়, রাজস্বকাঠামোর অটোমেশন ও আধুনিকায়ন, কর-জিডিপির অনুপাত বৃদ্ধি, সাপ্লাই চেইন ও লজিস্টিক ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। আর এগুলো আমাদের অর্থনৈতিক উন্নয়ন ও দেশের স্বার্থ সুরক্ষায় সহায়ক ভূমিকা রাখবে।
চ্যালেঞ্জের কথা তুলে ধরে আরো বলা হয়, এলডিসিভুক্ত দেশ হিসেবে বাংলাদেশ ২০২৬ সাল পর্যন্ত ইউরোপসহ বেশ কিছু দেশে পণ্য রপ্তানির ক্ষেত্রে শুল্ক ও কোটামুক্ত সুবিধা পাবে, তবে এলডিসি থেকে উত্তরণের পর বাংলাদেশকে আইপিআর এবং ট্রিপস চুক্তির আওতায় শর্তাবলি ও শিল্পের কমপ্লায়েন্স মেনে চলার চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।
মন্তব্য