kalerkantho

সোমবার । ৬ বৈশাখ ১৪২৮। ১৯ এপ্রিল ২০২১। ৬ রমজান ১৪৪২

গার্ডিয়ান শিল্ড চালু গার্ডিয়ান লাইফের

বাণিজ্য ডেস্ক   

২ মার্চ, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেগার্ডিয়ান শিল্ড চালু গার্ডিয়ান লাইফের

গার্ডিয়ান শিল্ড উদ্বোধন করেন কম্পানির কর্মকর্তারা

জাতীয় বীমা দিবস ২০২১ উপলক্ষে গার্ডিয়ান লাইফ একটি নতুন উদ্ভাবনী টার্ম লাইফ ইনস্যুরেন্স প্ল্যান ‘গার্ডিয়ান শিল্ড’ চালু করেছে। এটি স্বল্প মূল্যে লাইফ কাভারেজ দেওয়ার মাধ্যমে পলিসিহোল্ডারের পরিবারের ভবিষ্যৎ আর্থিক সুরক্ষা নিশ্চিত করবে। সাধারণ মানুষের আকাঙ্ক্ষিত ‘হসপিটালাইজেশন’ ও ‘ক্রিটিক্যাল ইলনেস’ কাভারেজ খুব সহজেই গার্ডিয়ান শিল্ডের সঙ্গে গ্রহণ করা যাবে।

গার্ডিয়ান লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) শেখ রকিবুল করিম (এফসিএ) বলেন, ‘গার্ডিয়ান শিল্ড এমন একটি উদ্ভাবনী পরিকল্পনা, যা স্বল্প প্রিমিয়ামে লাইফ কাভারেজ দেওয়ার পাশাপাশি সুলভ ও সাশ্রয়ী মূল্যে সহযোগী বীমা হিসেবে হসপিটালাইজেশন ও ক্রিটিক্যাল ইলনেস কাভারেজও প্রদান করবে।

গার্ডিয়ান লাইফের হেড অফিস পুলিশ প্লাজা কনকর্ডে সম্প্রতি গার্ডিয়ান শিল্ড উদ্বোধন করা হয়েছে যেখানে শামীম আহমেদ, ইভিপি ও চিফ অপারেটিং অফিসার; মোহাম্মদ মাসুদুজ্জামান খান, ইভিপি ও হেড অব আন্ডাররাইটিং ও পলিসি সার্ভিসিং এবং রুবায়েত সালেহীন, হেড অব মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশনসসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্যসাতদিনের সেরা