করোনাকালীন দেশের অর্থনীতির চাকা সচল রাখতে বাংলাদেশ ব্যাংকের গৃহীত নীতি-কৌশল ও সরকারের নানামুখী প্রণোদনার প্যাকেজ বাস্তবায়ন এবং বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন কার্যক্রমের তথ্য-উপাত্ত সংবলিত পুস্তিকার মোড়ক উন্মোচন করা হয়েছে। চিফ ইকোনমিস্টস ইউনিট থেকে প্রণীত পলিসি ম্যাজারস অব বাংলাদেশ ব্যাংক ইন রেসপন্স টু দ্য কভিড-১৯ বিষয়ে ওই পুস্তিকার মোড়ক উন্মোচন উপলক্ষে গতকাল রবিবার বাংলাদেশ ব্যাংকের কনফারেন্স হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন গভর্নর ফজলে কবির। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডেপুটি গভর্নর আহমেদ জামাল, কাজী ছাইদুর রহমান ও এ কে এম সাজেদুর রহমান খান।
অনুষ্ঠানে ফজলে কবির বলেন, কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংক তার অবস্থান থেকে সর্বোচ্চ ভূমিকা রেখেছে, যা দেশের আর্থিক খাতকে সচল রেখেছে এবং সর্বমহলে প্রশংসিত হয়েছে।
মন্তব্য