kalerkantho

শুক্রবার । ৩ বৈশাখ ১৪২৮। ১৬ এপ্রিল ২০২১। ৩ রমজান ১৪৪২

স্মল বিজ

চামড়া রপ্তানিতে ৫০০ কোটি ডলার আয়ের আশা

কর্মশালায় বাণিজ্যসচিব

নিজস্ব প্রতিবেদক   

২৬ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেতৈরি পোশাক খাতের মতো চামড়াশিল্পেও আমাদের সম্পদ ও জনশক্তি কাজে লাগানো গেলে এই খাত থেকে রপ্তানি করে বছরে ৫০০ কোটি ডলার রপ্তানি আয় করা সম্ভব বলে মনে করেন বাণিজ্যসচিব ড. মো. জাফর উদ্দিন। তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয় দেশের চামড়া ও চামড়াজাত পণ্য, হালকা প্রকৌশল, ফুটওয়্যার ও প্লাস্টিক খাতের রপ্তানি বৃদ্ধির জন্য ইসিফোরজে নামের একটি প্রকল্প হাতে নিয়েছে। শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে দক্ষ করে গড়ে তোলার জন্য কাজ করা হচ্ছে। এর ফলে বিপুল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং রপ্তানি বাড়বে। বাণিজ্য মন্ত্রণালয়ের এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস (ইসিফোরজে) প্রকল্পের আওতায় চামড়া ও চামড়াজাত পণ্য খাতের জন্য অনুষ্ঠিত ‘লিংকেজ ওয়ার্কশপ অন লেদার সেক্টর’ বিষয়ে ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। গতকাল বৃহস্পতিবার রাজধানীর হোটেল ৭১-এ এই কর্মশালা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) এবং ইসিফোরজের প্রকল্প পরিচালক মো. হাফিজুর রহমান। প্রবন্ধ উপস্থাপন করেন মো. মমিনুল আহসান। অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ ফিনিশ লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ মাহিন, বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শাহীন আহমেদ।

মন্তব্য