kalerkantho

বৃহস্পতিবার  । ২৪ অগ্রহায়ণ ১৪২৮। ৯ ডিসেম্বর ২০২১। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৩

রুমানিয়ায় ১ লাখ ১৪ হাজার টিভি রপ্তানি করবে ওয়ালটন

নিজস্ব প্রতিবেদক   

১৫ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেরুমানিয়ায় ১ লাখ ১৪ হাজার টিভি রপ্তানি করবে ওয়ালটন

কেটিএন টেকনোলজির সঙ্গে চুক্তি

রুমানিয়ায় টিভি রপ্তানি কার্যক্রম শুরুর মধ্যে ইউরোপে বাণিজ্য সম্প্রসারণে আরো এক ধাপ এগিয়েছে ওয়ালটন। কয়েক বছর ধরে ওয়ালটনের তৈরি টেলিভিশন জার্মানি, ডেনমার্ক, আয়ারল্যান্ড, পোল্যান্ড, গ্রিস, স্পেন, ক্রোয়েশিয়াসহ ইউরোপের ১১টি উন্নত দেশে রপ্তানি হচ্ছে। এসব দেশে এত দিন ওইএম (অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার) পদ্ধতিতে বাংলাদেশ থেকে টিভি রপ্তানি করা হয়েছে। তবে এবার ইউরোপের দেশ রুমানিয়ায় নিজস্ব ব্র্যান্ডে টিভি রপ্তানি কার্যক্রম শুরু করল ওয়ালটন। ইউরোপের বাজারে ওয়ালটন ব্র্যান্ডের এই যাত্রায় সঙ্গী হয়েছে দেশটির খ্যাতনামা কনজ্যুমার ইলেকট্রনিকস পণ্য বিপণনকারী প্রতিষ্ঠান ‘কেটিএন টেকনোলজি’। তারা পরিবেশক হিসেবে রুমানিয়ায় ওয়ালটন ব্র্যান্ডের টিভি, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, কেটলি, ব্লেন্ডারসহ অন্যান্য কিচেন অ্যাপ্লায়েন্স বাজারজাত করবে।

গতকাল রবিবার রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে ভার্চুয়াল মাধ্যমে ‘ফার্স্ট ওয়ালটন টেলিভিশন ব্র্যান্ড বিজনেস ইন রুমানিয়া’ শীর্ষক এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ওয়ালটনের প্রতিনিধি ইন্টারন্যাশনাল বিজনেস ইউনিটের প্রেসিডেন্ট এডওয়ার্ড কিম এবং ‘কেটিএন টেকনোলজি’র পক্ষে জেনারেল ম্যানেজার ফ্লোরিয়ান তিরলার মধ্যকার এক ডিস্ট্রিবিউটর বিজনেসের চুক্তি স্বাক্ষর হয়। সে সময় উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম নূরুল আলম রেজভী, পরিচালক এস এম মাহবুবুল আলম ও নিশাত তাসনিম শুচি, ওয়ালটনের এক্সিকিউটিভ ডিরেক্টর এস এম জাহিদ হাসান, টেলিভিশন বিভাগের চিফ এক্সিকিউটিভ অফিসার প্রকৌশলী মোস্তফা নাহিদ হোসেন, সিনিয়র ডেপুটি অপারেটিভ ডিরেক্টর সাঈদ আল ইমরান প্রমুখ।

এদিকে ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন কেটিএন টেকনোলজির জেনারেল ম্যানেজার ফ্লোরিয়ান তিরলা, চিফ ফিন্যানশিয়াল অফিসার সিমোনা করবিয়ানু এবং সেলস অ্যান্ড মার্কেটিং ম্যানেজার মিহাই করবিয়ানু।

রুমানিয়ায় ওয়ালটন আইবিইউ শাখার বিজনেস হেড সাঈদ আল ইমরান জানান, ২০২১ সালে ওয়ালটন ব্র্যান্ডের এক লাখ ১৪ হাজার এলইডি টিভি নেওয়ার পরিকল্পনা রয়েছে কেটিএন টেকনোলজির। পাশাপাশি ওয়ালটন ব্র্যান্ডের রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, কেটলি ও ব্লেন্ডারের অর্ডারও দিয়েছে রুমানিয়ান প্রতিষ্ঠানটি।সাতদিনের সেরা