kalerkantho

রবিবার । ৬ আষাঢ় ১৪২৮। ২০ জুন ২০২১। ৮ জিলকদ ১৪৪২

করোনার সময়ে রপ্তানি আয় ২০ বিলিয়ন ডলার

বাণিজ্য ডেস্ক   

১ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকরোনাভাইরাস প্রকোপের শুরুতেই প্রধানমন্ত্রীর সাহসী সিদ্ধান্তের কারণে উৎপাদনমুখী কাজ অব্যাহত থাকে। এতে সেই সময় থেকে এখন পর্যন্ত ২০ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয় হয়েছে আমাদের। গত শনিবার সন্ধ্যায় বাণিজ্যসচিব ড. মো. জাফর উদ্দিন আইসিএমএবির ক্যাপাসিটি ডেভেলপমেন্ট প্রগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন। অনুষ্ঠানে নবীন সিএমএ ডিগ্রি অর্জনকারী ৫৩ জনকে সংবর্ধনা দেওয়া হয়। এতে বিশেষ অতিথি ছিলেন সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের (সাফা) প্রেসিডেন্ট এ কে এম দেলোয়ার হোসেন এফসিএমএ।

ড. মো. জাফর উদ্দিন বলেন, ‘কাজের ক্ষেত্রে সব সময় মনে রাখতে হবে যে ওই কাজের ফলাফল নিয়ে আসা জরুরি। সেই সঙ্গে ব্যবস্থাপনাও গুরুত্বপূর্ণ। কাজেই পেশাগত উন্নয়নের সঙ্গে দেশ, জাতি ও রাষ্ট্রের সার্বিক প্রয়োজনেই যথার্থ ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ বিষয়।’