দ্বিপক্ষীয় বাণিজ্যে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে পাকিস্তানের সঙ্গেও বিপুল ফারাক। গতকাল বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশ পাকিস্তানে পণ্য রপ্তানি করেছে পাঁচ কোটি চার হাজার ডলার। অন্যদিকে পাকিস্তান থেকে বাংলাদেশ আমদানি করেছে ৫৪ কোটি ৩৯ লাখ ডলার। তবে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘দেশটির সঙ্গে বাণিজ্য বাধা দূর করা গেলে আমাদের পণ্য রপ্তানি আরো বাড়বে। বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী মন্ত্রীর সঙ্গে সচিবালয়ে সৌজন্য সাক্ষাতে গেলে তিনি এসব কথা বলেন।’
মন্তব্য